Category Archives: Antivirus

Download best antiviruses including serial key with manual guide.

Microsoft Security Essential (MSE) এন্টিভাইরাসের সকল সমস্যা ও সমাধান

MSE মানে Microsoft Security Essential অত্যন্ত ভাল একটি এন্টিভাইরাস। প্রায়ই দেখা যায় পিসি হেল্প সেন্টার গ্রুপে এই এন্টিভাইরাসের বিভিন্ন সমস্যা নিয়ে পোষ্ট হয় আর তা সমাধানের জন্য কমেন্ট এর বন্যা বয়ে যায় এর আসল কারণ কিছু ফালতু কমেন্ট, আর যে পোষ্ট করে সে হেল্পফুল কমেন্ট গুলো পড়ে বুঝতে না পারা। দেখা যায় সমাধান ঠিকই দেওয়া হয় তবুও বেশি কমেন্টের কারনে ওই পোষ্ট অসমাপ্ত থেকে যায় আর পরে অভিযোগ করে আমি আমার সমস্যার সমাধান পাই নাই। আসলে এই ব্যাপারটা থেকেই MSE নিয়ে আমার লেখার ইচ্ছা জাগে। যাই হোক, Microsoft Security Essential Microsoft এর একটি ফ্রি এন্টিভাইরাস। যে কোন এন্টিভাইরাসের চেয়ে এটি পিসিকে কম স্লো করে, স্লো করে না বললেই চলে কারণ, আমি প্রায় সব এন্টি ভাইরাস ব্যবহার করেছি অন্য সব এন্টিভাইরাস দিয়ে পিসি ফুল স্কান করে আমি অন্য কোন কাজ সাচ্ছন্দে করতে পারিনি তাছাড়া পিসি ওপেন হওয়ার সময় একটু টাইম লাগত কিন্তু MSE দিয়ে স্কান করার সময় আমি অন্য কাজ সাচ্ছন্দে করতে পারি আর পিসি ওপেন এতো তারাতারি হয় যে মনে হয় আমার পিসিতে কোন এন্টিভাইরাস ইনষ্টল করা নাই। এতো প্রসংশা শুনে আবার কেউ মনে করবেন না যে আমি Microsoft এর কাছ থেকে ঘুষ খাইছি। আসলে এর আগে আমি ক্যাসপারস্কি ২০১১ লাইসেন্স ভার্সন ব্যবহার করেছি কিন্তু সব দিক থেকে এখন MSE এর পুরা ফ্যান হয়ে গেছি তাই এত প্রসংশা। আমার মনে হয় আপনারা ব্যবহার করলে আপনারাও এর ফ্যান হয়ে যাবেন। এখন আসল আলোচনায় আসি। নিচে ধাপে ধাপে সব আলোচনা করা হলঃ Read the rest of this entry