Category Archives: Windows 7

Learn Windows 7 easily with our free tutorials.

Windows XP অথবা Seven এর পাসওয়ার্ড ভুলে গেছেন? কিংবা হ্যাক করতে চান? (২য় এবং শেষ পর্ব)

এর আগে ১ম পর্বে পোষ্ট করেছিলাম কিভাবে উইন্ডোজ এক্সপির পাসওয়ার্ড হ্যাক করা যায়। আজ ২য় এবং শেষ পর্বে আমরা যে পদ্ধতিটি শিখব সেটার মাধ্যমে Windows XP এবং Windows 7 দুটোতেই কাজ করবে। যারা ১ম পর্ব মিস করেছেন কিংবা কোন কারনে পড়তে পারেননি তারা এই লিংক থেকে পড়ে নিতে পারেন। কয়েকদিন থেকে এই পোষ্টটা লিখব লিখব করে সময়ের অভাবে লেখা হয়না। আজ কোনরকম একটু সময় নিয়ে লিখতে বসলাম তাই অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। চলুন কাজ শুরু করি। পদ্ধতিটা খুবই সহজ কিন্তু জাদুর মত কাজ করে। Read the rest of this entry

আর নয় Windows 7 এর কালো পর্দা আর জেনুইন নোটিফিকেশন। Make Windows 7 Genuine

উইন্ডোস সেভেনে আমরা অনেকেই একটি কমন সমস্যার সম্মুখীন হই। আর সেটা হল উন্ডোজ সেভেন এর ওয়ালপেপার কালো পর্দা ধারণ করা আর প্রতিবার কম্পিউটার ওপেন করার সময় উইন্ডোজ জেনুইন করার জন্য মেসেজ দেয়া যেটা সকল উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর জন্য খুবই বিরক্তিকর ব্যাপার এবং যারা জেনুইন করার নিয়ম জানেন না তাদের জন্য হতাশার ব্যাপারও বটে। আর তাই যারা জানেন না তাদের উইন্ডোজ সেভেন জেনুইন করার সমস্য দূর করতে এবং নিশ্চিন্তে জেনুইন করে উইন্ডোজ ব্যবহার করার পদ্ধতি শিখাতে আমার এই লেখা। আপনারা অনেকেই হয়ত জানেন Remove Wat কিংবা 7 Loader ব্যবহার করে উইন্ডোজ সেভেন জেনুইন করা যায়। এই দুটির যে কোন একটি দিয়ে আপনি কাজ করতে পারেন। Read the rest of this entry

Windows 7 Automatic Updates Turn off (বন্ধ করার পদ্ধতি)

প্রথমে আপনার Start Menu এ ক্লিক করে Control Panel এ যান। তারপর System and Security অপশনটিতে ক্লিক করুন। সেখান থেকে Windows Update অপশনটির নিচে দেখুন turn automatic updating on or off নামের অপশন আছে সেটি সিলেক্ট করুন। Turn automatic updating on or off অপশনটিতে ক্লিক করুন

এখানে Important Updates এর আন্ডারে আপনি চারটি অপশন পাবেনঃ

  • Install updates automatically (recommended)
  • Download updates but let me choose whether to install them
  • Check for updates but let me choose whether to download and install them
  • Never check for updates (not recommended)

এখান Install updates automatically নামের অপশনটি সিলেক্ট করা থাকে। আপনি এখান থেকে Never check for updates নামের অপশনটি সিলেক্ট করুন। এবং OK দিয়ে বেরিয়ে আসুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আর আপনাকে আপডেট এর জন্য জ্বালাতন করবে না।