Category Archives: Memory Card/PenDrive

Memory Card এর পাসওয়ার্ড হ্যাক/রিকভার করুন খুব সহজে

মাঝে মধ্যে এমন হয় যে আপনি আপনার মেমরি কার্ড এর পাসওয়ার্ড ভুলে গেছেন কিংবা অন্য কেউ আপনার মেমরি কার্ডে ভুলে কিংবা ইচ্ছে করে পাসওয়ার্ড সেট করে দিয়েছে। যা কিনা আপনি যানেন না। যদি এমনটা হয় তবে কি করবেন? এই রকম অবস্থায় মেমরি কার্ড পাসওয়ার্ড ছাড়া ওপেন করা যায়না, ফরমেট ও দেওয়া যায়না এমনকি মেমরিকার্ডটি কম্পিউটারেও শো করেনা। অনেকেই এইরকম অবস্থায় হতাশ হয়ে পড়েন। মনে করেন হয়ত মেমরি কার্ডটি আর কোন কাজে আসবে না। প্রয়োজনীয় ছবি, সফটওয়্যার, মিডিয়া ফাইলসহ সব জরুরী ফাইল হারানোর জন্য আফসোস করেন। কিন্তু আপনার ফোনটি যদি নোকিয়া S60 মডেলের হয় তাহলে আফসোস করতে হবে না। আপনি আপনার না জানা বা হারিয়ে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন আপনার নিজের ফোনের মাধ্যমেই এবং তাও আবার কোন ফাইলের কোন রকম ক্ষতিসাধন না করে। অনেকেই হয়ত নোকিয়া S60 মডেলের ফোন চেনেন না। যারা নোকিয়া S60 মডেলের ফোন চেনেন না তাদের জন্য নোকিয়া S60 মডেলের ফোনগুলোর নাম নিচে উল্লেখ করলাম। Read the rest of this entry