Category Archives: Windows XP

Learn Windows XP easily with our free tutorials.

Windows XP অথবা Seven এর পাসওয়ার্ড ভুলে গেছেন? কিংবা হ্যাক করতে চান? (২য় এবং শেষ পর্ব)

এর আগে ১ম পর্বে পোষ্ট করেছিলাম কিভাবে উইন্ডোজ এক্সপির পাসওয়ার্ড হ্যাক করা যায়। আজ ২য় এবং শেষ পর্বে আমরা যে পদ্ধতিটি শিখব সেটার মাধ্যমে Windows XP এবং Windows 7 দুটোতেই কাজ করবে। যারা ১ম পর্ব মিস করেছেন কিংবা কোন কারনে পড়তে পারেননি তারা এই লিংক থেকে পড়ে নিতে পারেন। কয়েকদিন থেকে এই পোষ্টটা লিখব লিখব করে সময়ের অভাবে লেখা হয়না। আজ কোনরকম একটু সময় নিয়ে লিখতে বসলাম তাই অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। চলুন কাজ শুরু করি। পদ্ধতিটা খুবই সহজ কিন্তু জাদুর মত কাজ করে। Read the rest of this entry

Windows 7 এর সব ধরনের সিস্টেম সাউন্ড ব্যবহার করুন Windows XP তে

আমরা অনেকেরই পুরানো কম্পিউটার থাকায় উইন্ডোজ সেভেন ব্যবহার করতে পারিনা তাছাড়া অনেকে আবার উইন্ডোজ এক্সপি ব্যবহার করতেই ভালবাসেন। কিন্তু উইন্ডোজ এক্সপির সাইন্ড সিস্টেমের চেয়ে উইন্ডোজ সেভেনের সাউন্ড সিস্টেম ভাল লাগে। চিন্ত কি এখনি নিয়ে নিন উইন্ডোজ সেভেন সাউন্ড প্যাক। এই লিংক থেকে শুধু ডাউনলোড করে ইনস্টল করুন তাহলেই উইন্ডোজ সেভেনের সকল সিস্টেম সাউন্ড আপনার কম্পিউটারে পেয়ে যাবেন। খুবই ছোট একটা পোস্ট করলাম কিন্তু অনেকেরই ভাল লাগতে পারে। বিশেষ করে উইন্ডোজ এক্সপিতে কম্পিউটার অন কিংবা অফ করলে যে সাউন্ড হয় ওইটা তো আমার কাছে অনেক বাজে লাগে তাছাড়া ইরর মেসেজ এর সাউন্ড তো আছেই। এখন থেকে একটু উইন্ডোজ সেভেনের সাউন্ড ব্যবহার করে দেখুন আমার মনে হয় যে ব্যবহার করবেন তারই ভালো লাগবে।

আমাদের ওয়েবসাইটের লেখাগুলি আপনার ফেসবুক ওয়ালে পেতে চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ লার্ন ফর পিসি লাইক করুন।

Windows XP এর এ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেছেন? কিংবা হ্যাক করতে চান? (পর্ব- ০১)

আমরা অনেক সময় আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাই কিংবা অন্য ভুলে পাসওয়ার্ড দিয়ে ফেলে। এই পরিস্থিতিতে আমরা নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকি। আবার কেউ কেউ অন্যের কম্পিউটার পাসওয়ার্ড দেয়া থাকলে সেটা হ্যাক করতে চায়। আজ আমরা এই কাজটাই শিখব, কি করে কোন কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা না জানা থাকলে কম্পিউটার ওপেন করা যাবে। প্রথমে কম্পিউটারটি ওপেন করুন। এখন পাসওয়ার্ড যেখানে চাইবে সেখানে আসলে নিচের ছবির মত আসবে। Read the rest of this entry

Windows XP জেনুইন করে নিন সহজ উপায়ে

উইন্ডোস ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সময় আমাদের উইন্ডোস জেনুইন করে নেয়ার দরকার পড়ে। যেমন ধরুন Microsoft Security Essential এন্টিভাইরাসটি ইনষ্টল করতে উইন্ডোস জেনুইন করে নিতে হয়। আবার অনেকে কোন দরকার ছাড়া এমনিতেই শখের বশে উইন্ডোস জেনুইন করতে চায়। উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা এই লিংক থেকে Make Windows XP Genuine নামের ২৫১ কেবি সাইজের ছোট সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর আনজিপ করলেই কিভাবে কাজ করবেন তা নোটপ্যাড এর মধ্যে লেখা পাবেন। তবুও এখানে বলে দিচ্ছি। প্রথমে Windows XP Key Finder নামের ফাইলটি ওপেন করুন। তারপর উপরে Option মেনু থেকে Change Windows Key তে ক্লিক করুন। এখন জিপ ফাইলের মধ্যে যে নোটপ্যাড ফাইলটি ছিল সেটা ওপেন করে সিরিয়াল কি পাবেন। সিরিয়াল কী গুলো বক্সের মধ্যে কপি না করে দেখে দেখে সঠিকভাবে লিখে দিন। Read the rest of this entry