Blog Archives

Windows 7 এর সব ধরনের সিস্টেম সাউন্ড ব্যবহার করুন Windows XP তে

আমরা অনেকেরই পুরানো কম্পিউটার থাকায় উইন্ডোজ সেভেন ব্যবহার করতে পারিনা তাছাড়া অনেকে আবার উইন্ডোজ এক্সপি ব্যবহার করতেই ভালবাসেন। কিন্তু উইন্ডোজ এক্সপির সাইন্ড সিস্টেমের চেয়ে উইন্ডোজ সেভেনের সাউন্ড সিস্টেম ভাল লাগে। চিন্ত কি এখনি নিয়ে নিন উইন্ডোজ সেভেন সাউন্ড প্যাক। এই লিংক থেকে শুধু ডাউনলোড করে ইনস্টল করুন তাহলেই উইন্ডোজ সেভেনের সকল সিস্টেম সাউন্ড আপনার কম্পিউটারে পেয়ে যাবেন। খুবই ছোট একটা পোস্ট করলাম কিন্তু অনেকেরই ভাল লাগতে পারে। বিশেষ করে উইন্ডোজ এক্সপিতে কম্পিউটার অন কিংবা অফ করলে যে সাউন্ড হয় ওইটা তো আমার কাছে অনেক বাজে লাগে তাছাড়া ইরর মেসেজ এর সাউন্ড তো আছেই। এখন থেকে একটু উইন্ডোজ সেভেনের সাউন্ড ব্যবহার করে দেখুন আমার মনে হয় যে ব্যবহার করবেন তারই ভালো লাগবে।

আমাদের ওয়েবসাইটের লেখাগুলি আপনার ফেসবুক ওয়ালে পেতে চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ লার্ন ফর পিসি লাইক করুন।