Blog Archives

কম্পিউটার গতিময় রাখুন CCleaner ব্যবহার করে

আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি কম্পিউটার স্লো হয়ে যাওয়া তাদের জন্য নিত্যদিনের একটি সমস্যা। দেখা যায় নতুন কম্পিউটার কেনার পর কিংবা নতুন করে অপারেটিং সিস্টেম সেটাপ দেওয়ার পর কিছু দিন কম্পিউটার বেশ ভাল গতিতে ব্যবহার করা যায়। তারপর আস্তে আস্তে কম্পিউটারের গতি অনেক কমে যায় এবং বেশ স্লো পারফরমেন্স পাওয়া যায়। কারণ হল কম্পিউটার অনেক দিন ব্যবহার করার ফলে আস্তে আস্তে কম্পিউটারে অনেক Temp File, Junk File, Registry File ইত্যাদি অপ্রয়োজনীয় ফাইল জমা পরে যায় এবং হার্ডডিস্কে Bad Sector দেখা দেয়। Read the rest of this entry